নিধন | আকরাম হোসেন



বেদনার বালুচরের চোরাবালি
উৎ পেতে থাকে অকস্মাৎ বালুচরেে
শিকারের বদলে ধরা পড়ে যায় শিকারী!
যেখানে একফোঁটা পানিও নেই
শিশির বিন্দুও নেই...
পিপাশায় গলা শুকে যাবার
আর্তনাদ, করুণ্যৎকার।
মরুভূমির মরুজাহাজের মাথা উঁচু
করে বাবলা গাছের কঁচি 
সাবাড় করচ্ছে দিব্বি। 
ততক্ষণে ঢেঁকে গেছে 
জোৎস্না ভরাট বালুর চাদরে,
হঠাৎ শিকারির গায়ে আছড়ে পড়ে
একটি কৃষ্ণ বাবলা বৃক্ষ!
শিকারী হাসতে থাকে অবিরাম...
হাঁসতে হাঁসতে উড়ে যায় পাখিরাও।।
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ