নিরাকার সুবর্ণময় বেশে এসেছো
এ ধরায়
আমাদের পূর্বপুরুষদের হাত ধরে-
স্বর্গের রান্নাঘর হতে।
স্বপ্নের পথে কতো পথ-পরিক্রমায়
গুটি গুটি পায়ে হেঁটে এসেছো-
আজো আছো তো বেশ।
নরকপথের যাত্রীদের চোখ-রাঙানি
তুড়ি মেরে
উড়িয়ে দিয়েছো-
নাগাসাকি আর হিরোশিমার ললাটে
লেখা আছে
যে ইতিহাস
তা তোমাকেই নির্বাপিত করার নিষ্ঠুর ষড়যন্ত্র
চারিদিকে যুদ্ধ যুদ্ধ খেলার নামে
মেঘের পরে মেঘের বরিষণে
আঘাতে আঘাতে
তোমাকে চেয়েছে
নেভাতে-
পাণ্ডববিহীন তাণ্ডবময় পৃথিবী বিনির্মাণে
সাত সাগরের জল ঢেলেও পর্যুদস্ত করতে
পারেনি তোমায়-
ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে গা ঢাকা দিয়ে
আত্মরক্ষা করেছো
হে অবিনাশী অনল
ভেজা শরীর নিয়ে দাঁড়িয়েছো পুনর্বার-
তবুও আজো আছো তো বেশ।
আরো পড়ুন -->>
0 মন্তব্যসমূহ
অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।