বিভাবরী / উম্মে হাদিয়া


ওহে বিভাবরী
কপলে তোমার হাজারো তারকার বাস
ললাটে যেন সুধাকর মিটায় আশ।
গাত্র তোমার কৃষ্ণবর্ণে ঢাকা
তুমি তো এক নিপুণ  হস্তে আঁকা।
গগনে যবে দিবাকরের অবস্থান;
বিভাবরী,তুমি তো তখন করিবে প্রস্হান।
তুমি তো এক আগন্তুক বটে;
নিজের স্বার্থে চলিছো ছুটে ছুটে।
তোমারে-দেখিবো বলিয়া
আঁখি মেলিয়া থাকি
তবে কি বিভাবরী,দিলে মোরে ফাঁকি?
অধির হয়ে আছি আমি
চাহিয়া তোমার পানে
কবে আবার আসিবে তুমি?
মোর এই নন্দন কাননে।

___________________________
পরিচিতি: শিক্ষার্থী, শ্রেণি:একাদশ
কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. কি সুন্দর কবিতা৷ মনোহর লাগলো হৃদয়ে মোর৷ লেখককে সকৃতজ্ঞ অভিনন্দন জানাই৷

    উত্তরমুছুন

অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।