আমি সেই মেয়ে,যার জীবনের কোন মূল্য নেই,
এসেছি একা,যেতে হবে একা,জানি কোন একদিন।
জীবনের যত চাওয়া,পাওয়া সব দিয়েছি বির্সজন,
অপেক্ষায় আছি,সুখের আশায় আসবে কোন একদিন মাহিন্দ্র ক্ষন।
সুখ পাবো না,পাবো করি না তার আশা,
কর্মের উপর করি আমি একমাত্র ভড়সা।
বাঁচিলে মরিতে হয় এই কথাটি যেমন সত্য,
অপরিবর্তনীয় বানিটা আমরা সকলেই যেন মানি।
বাঁচি আর মরি করবো না কাউকে ভয়
অসম্ভব কে সম্ভব করব,এটাই বাঙলার জয়।
শ্রেণী:একাদশ
কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ
আরো পড়ুন -->>
0 মন্তব্যসমূহ
অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।