রাত—কুঁচকুচে ঢেউয়ের জলাভূমি
ঝিঁঝি আর কুকুরের ডাকগুলো
দোল-খাওয়া নৌকা
আমরা কচুরিপানার ডানা থেকে সাতার খুলে নিয়েছি
—লন্ঠনগুলো নিভে নিভে যায়—
পাঁচের অধিক আঙুল নিয়ে এক হাত
তার সমস্ত অলসতা দিয়ে
আমাদের কলকব্জাগুলো ধীরে ধীরে খুলে ফেলছে
আমরা ভাসছি টুকরো টুকরো কাঠ
কুঁচকুঁচে ঢেউয়ের জলাভূমি
প্রত্যেক ঢেউয়ের আছে পিঁপড়ে পিঁপড়ে পা।
2 মন্তব্যসমূহ
বাহ্ ভাল লাগল৷
উত্তরমুছুনসুন্দর রচনা
ধন্যবাদ।
মুছুনঅনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।