হুমায়ূন আহমেদের শেষ উপন্যাস ‘দেয়াল’ | বুক রিভিউ | সাইফুর রহমান শাহিন


বুক রিভিউ
বইঃ দেয়াল (উপন্যাস)
লেখকঃ হুমায়ূন আহমেদ

১৯৭৫ সালের বিভিন্ন ঘটনাকে উপজীব্য করে হুমায়ুন আহমেদের লিখা শেষ উপন্যাস "দেয়াল"।যা তার মৃত্যুর পর প্রকাশিত হয়।
মহান মুক্তিযুদ্ধের পর যখন দেশ এগিয়ে যাচ্ছিল তখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকান্ড, চার নেতা হত্যাকান্ড, বাকশাল, নানা ধরণের সহিংসতা সহ তৎকালীন সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন উপন্যাসটিতে।
এটি ভিন্ন দুটি ধারায় চললেও বিশেষ ভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত। 

নিরুদ্দেশ বাবা ও স্পেনে বসবাসরত মায়ের রুপবতী মেয়ে অবন্তি।রক্ষণশীল দাদা সরফরাজ খানের সঙ্গে অবন্তি ঢাকায় বসবাস করে।শফিক হচ্ছেন অবন্তির গৃহ শিক্ষক।নিজেকে ভীতু বলে পরিচয় দিলেও বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদ ও বিচার চেয়ে তিনি একাই রাজপথে নেমেছিলেন।এমনকি নখের নিচে পিন ফুটানোর মত শাস্তির সম্মুখেও অন্যায়ভাবে রাজসাক্ষী না দিয়ে সাহসীকতা দেখিয়েছেন।

দেশের রাজনৈতিক অবস্থা দিনদিন অবনতি হওয়ায় দাদা সরফরাজ নিরাপত্তার জন্য অবন্তিকে  রেখে আসেন  এক পীরের বাড়িতে।কিন্তু সেখানে সামস নামে এক মিলিটারীর বদ নজর থেকে রক্ষা করার জন্য নিজের ছেলে জাহাঙ্গীরের সাথে বিবাহ দেন পীর সাহেব।স্বামীকে মেনে নিতে ইচ্ছে না থাকলেও আপত্তিও করে না অবন্তি।

অন্যদিকে বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনা,হত্যাকান্ড এবং হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টদের উল্লেখ করেছেন।যাদের মধ্যে অন্যতম মেজর ফারুক,মেজর রশীদ,মেজর জিয়াউর রহমান,খন্দকার মোশতাক সহ আরো অনেকে।
উপন্যাসটিতে কারাগারে চার নেতার হত্যাকান্ড বিশেষভাবে প্রতীয়মান।


অসীম সাহসী মুক্তিযোদ্ধা খালেদ মোশাররফ ও কর্নেল তাহেরের নেতৃত্বগুন খুবই প্রসংসনীয় ছিল উপন্যাসে।

এখানে যেমন দেশের জন্য জীবন দিতে সদা প্রস্তুত বীরদের বীরত্বের কথা বলা হয়েছে,তেমনি বলা হয়েছে কিছু বিশ্বাসঘাতকের নিষ্ঠুরতার কথা।

রক্ষীবাহিনীর দখলের কারণে নিজের নামে বরাদ্দকৃত সরকারী বাড়ি থেকে বঞ্চিতসহ লাঞ্চিত হুমায়ুন আহমেদের পরিবার।এছাড়াও বাকশালে যোগদানের জন্য চাপ এবং বিভিন্ন কারণে চাপ থেকে মুক্তিসহ অনেক কিছু নিজের সম্পর্কে লিখেছেন হুমায়ুন আহমেদ।

৭৫ এর সার্বিক ঘটনাবলি, সামরিক অভ্যুত্থানসহ অনেক ইতিহাসের মিশ্রণ এবং লেখকের সাবলীল উপস্থাপনা উপন্যাসটিকে আকর্ষণীয় করে তুলেছে।

রিভিউ লেখকঃ
সাইফুর রহমান শাহিন
শিক্ষার্থী,কুড়িগ্রাম সরকারী কলেজ
অর্থনীতি বিভাগ,২য় বর্ষ
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. বয়ন শিকদার২৬/৬/২১, ৩:৫৬ PM

    দেয়াল পড়েছিলাম৷ ভাল বই৷ তবে সংস্করণ করে কিছু জায়গা পরে বাদ দিয়ে কাজটা ঠিক করে নাই

    উত্তরমুছুন
  2. বয়ন শিকদার
    মন্তব্য করার জন্য
    ধন্যবাদ।

    উত্তরমুছুন

অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।