গ্রীষ্মের তাপদাহে অতিষ্ট প্রাণ
উন্মত্ত অস্থির হৃদয় আনচান,
বিষাদের করুণ সুরে বিচলিত ধরা
তৃষ্ণার্ত দুপুর যেন স্তব্ধ ঝিমধরা।
ক্লান্ত-শ্রান্ত, তপ্ত মন খুঁজে ফেরে সিক্ততা
বৃক্ষহীন প্রকৃতি জানান দেয় অক্ষমতা,
বৈদ্যুতিক পাখার সৌজন্যে উষ্ণ বায়ু
কিছুটা শান্ত হলেও অতৃপ্ততার জানান দেয় স্নায়ু।
হাহাকার করে যেন রসহীন মাটি
যেথায় ফুটে ওঠে অন্তরের প্রতিচ্ছবি,
গুমোট আবহে দগ্ধ হয় প্রাণ
প্রকৃতির খেয়ালে যাপিত আজ তপ্ত জীবন।
আরো পড়ুন -->>
0 মন্তব্যসমূহ
অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।