আমাদেরকে জানানো হয় স্বর্ণের দাম বেড়েছে৷ আসল ঘটনা ভিন্নরকম


১০০০ টাকার নোট ২০০৮ সালে যখন ছাপানো হয় তখন ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিলো ২৬০০০ টাকা (প্রায়) 
অর্থাৎ আপনি ২০০৮ সালে ২৬ টি ১০০০ টাকার নোট দিয়ে এক ভরি স্বর্ণ পেতেন। আজকে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ৮৪০০০ টাকা (প্রায়) 
অর্থাৎ ৮৪ টি ১০০০ টাকার নোট লাগবে এক ভরি স্বর্ণ কিনতে। 
এবার আসুন এই ১০০০ টাকার মান এখন কত। 
২৬০০০ ÷ ২৬ = ১০০০ 
২৬০০০÷৮৪  = ৩০৯
আপনার ২০০৮ সালের ১০০০ হাজার টাকার নোট টির আজকের মূল্য ৩০৯ টাকা।
এখানে চালাকি করে বলা হয় যে স্বর্ণের দাম বেড়েছে। আপনিও সেটা ধরে নেন। কিন্তু প্রকৃত ব্যাপার হলো আপনার পকেটের/ব্যাংকের টাকার মূল্যমান কমেছে, যা আপনাকে বুঝতে দেওয়া হয়না।
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. মকুদ্দিন ব্যাপারি১২/৮/২২, ৯:০২ PM

    কি কঠিন জীবন! কি চিটিংবাজ রাষ্ট্র সমাজ জনগণ।

    উত্তরমুছুন

অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।