আচ্ছা শোন, কাল ভোরের পুবালী সুর্ষটা
আমি তোমায় দেব।
তুমি না হয়
রোদেলা সকালটুকু আমায় দিও।
তপ্ত দুপুরের রৌদ্রে স্নান না হয় আমিই করব, তবুও
অলস বিকেলের প্রশান্তির ছায়া তুমিই নিও।
আকাশের বিরামহীন কান্নায় না হয় আমিই ভিজব, তবুও
ছাতা হয়ে তোমার পাশেই রব।
না হয় আমি সান্ধ্য আকাশেই হব
আর তোমায়
সান্ধ তারাগুলো হাতে তুলে দেব।।
আরো পড়ুন -->>
1 মন্তব্যসমূহ
কবিতার মায়েরে বাপ! গুয়া মেরে দিছে কবিতার৷
উত্তরমুছুনঅনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।