চারদিক স্তব্ধ নিরব,
নেই কোনো কোলাহল,
শিশিরের বিন্দু বিন্দু ফোঁটা
আঁছড়ে পড়ছে সবুজ ঘাসে,
নেতিয়ে পড়া প্রাণীগুলো শিঁউড়ে উঠছে বারবার।
লজ্জাবতী তার আবরণ দুমড়ে-মুচড়ে নির্লজ্জ তৎপর।
আজ সে আকাশ দেখবে,
আকাশে বহমান তারার ঝিকিমিকি দেখবে।
জ্যোৎস্নার স্বচ্ছ আভায় হারিয়ে যাবে, আর প্রজাপতিদের কাছে রানী হেলেনের গল্প শুনবে।
নিজেকে তার রাজকন্যা মনে হয়,
চারিদিকের মৃদু বাতাস তাকে বারবার আলিঙ্গন করছে।
এ যেন সমীর নয়,সেন্ট হেলেনা দ্বীপের যুবরাজের কয়েকটি স্পর্শ।
মুক্ত উদর,স্বচ্ছ পায়ের সাদা নিক্বণ,
কি মিষ্টি! গুন গুন শব্দ।
মাতাল হাওয়া প্রাণবন্ত পূর্নিমায়
বিরাট আয়োজন!
নৃত্য হবে লিলায়িত নৃত্য,
নৃত্য হবে চোখে চোখে
মনে মনে, ছন্দে ছন্দে, দরুন উদ্যোমে।
প্রগলভা ঈশ্বরীর সর্প গরল
স্ত্রৈণ, মাতাল সেন্ট যুবরাজ।
উৎসর্গ- মেরি(বাল্যবন্ধু)
আরো পড়ুন -->>
0 মন্তব্যসমূহ
অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।