প্রিয় মৌ আপু,
পত্রের শুরুতে ভাদ্রের ভেপসা দুপুরের আদ্র বাতাসের গন্ধে ভেসে যাওয়া কামিনী ফুলের সুবাস টুকু নিও৷
হোয়াটস্ অ্যাপে জানিয়েছো যে তোমার শরীর সুস্থ হয়েছে৷ তোমার অসুস্থতার কথা শুনে রবিবার মন্দিরের সমবেত প্রার্থনায় যোগ দিয়ে মনে মনে ভগবানের কাছে সুস্থতা কামনা করেছি৷ যাই হোক ভগবানের কৃপা দৃষ্টি তোমার উপরে বর্ষিত হোক৷
ডাক্তারি পড়া শেষে এত দিনে ইন্টার্নিং হয়তো শুরু হয়ে যেত৷ সে বিষযে তুমিই ভালো জানো৷ আমার কথা জানতে চেয়েছিলে আমার ফেসবুকে এতো সময় ধরে লেখালেখির অভ্যেস নেই৷ আমি একটা মেয়েকে পছন্দ করেছি৷
জানোতো আপু, রোদেলাকে খুব ভালো লাগে ৷ এখনো বলতে পারিনি ৷ তুমি বলেছিলে না কিছু কিছু কথা প্রকাশ করতে নেই৷ তাই দীর্ঘদিন ধরে রোদেলার জন্য অপেক্ষা করছি৷ কিন্তু আমাকে সে বুঝতেই পারলো না৷ মেয়েটির জন্য একটি কবিতা লিখেছি তাকে পাশে বসিয়ে ঘুঘু ডাকা বিকেলে শোনাবো বলে৷ সেটা আর কই হলো ৷ ১৯ তারিখে তাকে দেখতে ছেলে পক্ষের লোক আসলো৷ সমন্ধো টা বেশ পছন্দ হয়েছে তার বাবার ৷ মৌ আপু এখন আমি কি মুখে বলবো রোদেলাকে যে, রোদেলা আমি তোকে ভালোবাসি ৷ আচ্ছা মৌ আপু আমি কিছুতেই বুঝতে পারি না, এখন কি করবো৷ ফোনালাপে এতো কিছু তো বলতে পারি না৷ তুমি জানতে চেয়েছো সারাদিন কি করি ৷ সকাল বিকাল টিউশন করি আর দুপুরে একটু ঘুমাই আর হ্যাঁ
কবিতাটি তোমাকেই দিলাম ৷ কেমন যে হয়েছে কেউ যেন দেখে হাসাহাসি না করে তাই কাউকে দেখাই না৷
আকাশের সবটুকু নীল ছেঁচে আনবো, নেবে তো?
পাহাড়ের পাঁজর চিরে আনবো ঝর্ণার টলটলে জল,
তেষ্টা মিটবে তো!
শ্যাওলা ধরা স্রোতহারা নদী থেকে
আনবো শতদল,
প্রেমাঞ্জলি দিতে
দু'হাতে মুঠো ভরে তুলে নিও,
প্রিয়তমা, আমি অন্য কারো না
জেনে নিও.....
তারপর ভরসা পাই না ৷ আমি তো মেয়ে মানুষ নই মৌ আপু রি রি করে কোন ছেলের উজ্জ্বল ভবিষ্যত দেখে হাতে হাত রেখে দেয়াল ডিঙিয়ে পালাবো ৷
আমার একটা ভবিষ্যত গড়ার জন্য সংগ্রাম করতে হয়৷ আমার কাজে প্রেরণা শক্তি হয়ে দাড়াবে এমন কোন মেয়ে পেলে অবশ্যই সম্পর্কে যাবো ৷ কমার্সের মেয়েটা পলাশ দাদার পিসিতো বোন সে বলেছিলো সরকারি কলেজ গেটে দেখা করবে কিন্ত এমন দেখা হলো লক ডাউন খুলে সিঁথিতে সিঁদুর হাতে শাঁখাপলা৷ আমার দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে বলল তীর্থ দা কেমন আছো?
-হ্যাঁ ভালোই তুমি ভালো আছো নিশ্চয়৷
-এই কাটছে কোন রকমে দিন ৷ তো তীর্থ দা চলো না হয় জাম গাছটার দিকে সেখানে বসি৷
- এই সময় বসবো ৷ আজিজ কে ফোন করতাম...
- আসো না বসি তারপর তো কল করতে পারো৷
আমার হাতটা তার মেহেদী পড়ানো নকশী হাতের চিরল আঙুলের পরশ পেল৷
আরো পড়ুন -->>
0 মন্তব্যসমূহ
অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।