আমাদের ভালোবাসা / দীপন কুমার রায়


নিরব চোখে একপলক চেয়ে থাকাই
আমাদের ভালোবাসা,
দূরের কাউকে কাছের মানুষ মনে করে,
বাম নিলয়ে রক্ত সঞ্চালন বৃদ্ধি করাই,
আমাদের ভালোবাসা।
ক্ষত  বিক্ষত ব্যর্থ প্রেমিকের সাথে ফোনে করে 
তার হৃদয়ে অনুভূতির মলম লাগানোই,
আমাদের হাসপাতাল।
ডুবে যায় ভেসে উঠে নিভে যায় জ্বলে উঠে
আমাদের সংগঠন ।
ভালোবাসার কাঙালের জন্য লাল গোলাপ দিয়ে 
নিরস মাটিতে সজীবতা আনয়ণের চেষ্টা।
আমাদের ভালোবাসা।
আমাদের ভালোবাসা অসঙ্গায়িত.....
যতটুকু আছে সাধ্য আছে আজ,
জনস্বার্থে  স্বেচ্ছায় করি কাজ।

ব্যর্থ প্রেমিকাটিকে আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে এনে 
নতুন করে বাঁচতে শেখানোই 
আমাদের ভালোবাসা।

নিষ্পাপ কুড়ে পাওয়া মানব শিশুটির মুখে আহার তুলে দেয়া,
আমাদের ভালোবাসা।
ফোন কলের টাকা বাঁচিয়ে কলেজের গেটে দাঁড়িয়ে থাকা অভূক্তদের সেবা দেয়া 
আমাদের ভালোবাসা। 
মিডিয়া দেখে ঘরে বসে না থেকে
বেড়িয়ে এসে পাশে দাঁড়ানো 
এটাও আমাদের ভালোবাসা।
রক্ত দিয়ে নয় ভালোবাসা দিয়েই 
বিজয়ী হোক,
আত্মহত্যা নয় আত্মোপলব্ধি করে 
অসীমের সন্ধানে এগিয়ে যাক 
আমাদের ভালোবাসা।
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ