পাত ফোঁড় / মো:আব্দুল লতিফ


ওহে শোন!পাতফোঁড় আমি;
কৃতজ্ঞতা না করতে জানি।
কেউ স্মরিলে না করি স্মরণ,
জাত-ধর্ম-বর্ণ- নেই মোর তরে;
ভাবনা, অকৃতজ্ঞতা করব স্তরে স্তরে।
উপকার পেলে নেব নির্লজ্জতায়
এ কেমন পাতফোঁড় ভাব তাই!
পরের হিতে নিজেকে করতে চাই অলংকারময়,
তবুও উপকার পাই অন্যের উদারতায়।
এমন পাতফোঁড় সমাজে দেখতে না চাই
সবাই সচেতন হোক সম ঐক্যবদ্ধতায়।
তাই বলি,পাতফোঁড় হতে সকলে হও সাবধান,
সমবেতভাবে ঐক্যের তরে  
করব মোরা এইরকম অনাচারের সমাধান
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. এইটা কি ছিল ভাই? কবিতার গোয়া মাইরা দিছে মনে লয়। পাতফোড়টা কি আবার? পাছায় ফোড়া ওঠার ঘটনা নাকি? হায় আল্লাহ কবি ও সম্পাদক দুইজনের পাছায় ঠাটা পড়ুক।

    উত্তরমুছুন

অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।