নিঃশব্দ / ফারজানা হোসেন


যদি সমস্ত অভিযোগগুলো নিঃশব্দে গিলে না ফেলতাম,
রাগ ঝাড়তে পারতাম কারো উপর। 
আঙুল তুলে কাউকে বলতে পারতাম-
কেন আমার সাথে এমন করলে,
কি অপরাধ ছিল আমার?
তাহলে হয়তো আমার বেঁচে থাকা আরেকটু দীর্ঘ হতো!
আমার উপর হওয়া সমস্ত অন্যায়
যদি দাঁতে দাঁত চেপে মেনে না নিতাম
প্রতিশোধ না হোক
অন্তত প্রতিবাদ করতে পারলে হয়তো 
আমি আরো কিছুদিন বেঁচে থাকতাম!
কাছের মানুষদের দেয়া মানসিক যন্ত্রনাগুলো
যদি নির্বিবাদে মেনে না নিতাম,
কখনো কখনো প্রতিউওরে তাদের দু'চার কথা
শুনিয়ে দিতে পারতাম,
তাহলে এমন দমবন্ধ করা মৃত্যু হতো না আমার!
জীবনজুড়ে সবটা সহ্য করে গেছি আমি,
যে ঠকিয়েছে তাকেও কোনদিন ভুল করে ঠকাইনি,
যে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাকেও মনের অন্দরে
সাজিয়ে রেখেছি।
যে মুখে তুলে দিয়েছে বিষ,তার দীর্ঘায়ু কামনা করেছি,
কাউকে কিছু বলতে না পারার অক্ষমতা নিয়ে 
সবার অগোচরে আমি মরেই গেছি কেবল, 
কেউ জানতে পারবেনা-
আরো কিছুদিন বেঁচে থাকার কী ভীষণ ইচ্ছে ছিল আমার! 

শিক্ষার্থী,কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ