আদিবা নুসরাতের কবিতা ‘কঙ্কাবতী’

ঝরে গ্যাছে বিষণ্ন পলাশ
আজ নয়; সেই কবে
আঠারোশো তিরাশি সনে।
তবুও এখনো বিশ্বস্ত স্মৃতি
হয়ে দরজায় কড়া নাড়ে 
বালিকাবধূর নরম রঙের শাড়ি।

আমি তোমার কথা লিখছি
সুধাকান্ত ঘোষ, তুমি ছাড়া
কেউ আমাকে মনে রাখেনি
কোনকালেও-
এখনো বৃষ্টি দেখলে ছুটে পালায়
আজন্মকালের তৃষ্ণারা,
এখনো মজুদকৃত ফাগুনে
বড় হয় শিমুলের কাটা, 
তুমি আমি মুখোমুখি
কেটে যায় যুগ থেকে যুগান্তর 
তোমার অপেক্ষার গল্পরা বৃদ্ধ
হতে হতে খসে পড়ে পাতা থেকে।

প্রযত্ন মুছে দিয়ে চিঠিগুলো
জমা রেখেছি রচনার বাক্সে,
আমি রোজ রাতে তোমার কান্নার
আওয়াজ শুনি,
টের পাই তুমি কাঁপা কাঁপা 
কন্ঠে বলছো-

"কঙ্কাবতী, তোমার ভ্রমের সংসারে
আমার অনাদিকালের মায়া আটকে আছে"।
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. একজন পাঠক৬/৯/২০, ৯:০৯ PM

    সুন্দর কবিতা। শেষ লাইন দুইটি খুব ভাল লাগলো। লেখিকাকে ধন্যবাদ।

    উত্তরমুছুন
  2. বেশ ভাল লাগলো। বিশেষ করে লেখার ধরণটা অসাধারণ। অনেক অনেক ভালবাসা রইলো লেখিকার জন্য।
    ভাল থাকবেন সব সময়।

    ঘুরে আসুন আমার ব্লগ: রেড বাঙ্গালী

    উত্তরমুছুন

অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।