কে আমি
কে আমি?
কী আমার পরিচয়?
—জানিনা৷
আমি কোত্থেকে এসেছি
জানিনা৷
শুধু জানি আমি একদিন উলঙ্গ ছিলাম
শুনেছি আমি চিতকার করে কেঁদেছিলাম
পাখিরা আমায় দেখে মুচকি হেসেছিল
শীতের কনা গুলো ঘাসে লেপ্টে ছিল৷
আর জানি বিধাতা আমায় নিয়ে খেলা করছে।
ছোট
ছোট কাজ ভেবে কাউকে দূরে সরিয়ে দেয়া যাবেনা
ছোট কাজ ভেবে কাউকে ঘৃণা করা যাবেনা
তাদেরো এই সমাজে বাঁচার অধিকার আছে
চেয়ারের মর্যাদা রাখতে হবে
দেখবেন ঐ চেয়ারে যেন ঘূনে না যায়
তারা কি রাষ্ট্রের বোঝা হয়ে গেছে
মোটেই না
এই সমাজে আপনার যেমন বাঁচার অধিকার আছে
এই রাষ্ট্রে যারা ছোট কাজ করে তাদেরো
সমান অধিকার আছে
এই সমাজে তাদেরকেও আপন করে নিতে হবে।
আরো পড়ুন -->>
0 মন্তব্যসমূহ
অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।