মরিয়ম মেরিনার কবিতা ‘চিঠি দিও’


আমায় একটি চিঠি দিও
একটা চিঠি দিও;
আমি আগলে রাখবো
আমি সামলে রাখবো।

শুধু ঐ ঠিকানায় প্রত্যহ
চিঠি লিখে যাব।

আমি চাইনি তোমার কাছে
হপ্তা হপ্তা চিঠি
আমি শুধু চেয়েছি
একটা চিঠি।

না হয়,
মধ্যরাতে বাড়ি ফিরলে
আমি দরজা খুলে দেই না।
সকালে অফিস ছুটার আগে
আদর করে টাইটাও বেঁধে দেই না।
কিংবা, সারাদিনের ক্লান্ত শেষে
এক গ্লাস জলও দেই না।

তাই বলে, তুমি আমাকে লিখবা না;
দিবা না একটা চিঠি?

এত অভিমান রেখো না
আমার ডাকবাক্স যে আজও খালি!
দিও একটা চিঠি
একটা চিঠি দিও;
আমার ছোট্ট তীরের,ছোট্ট ঘরে,
একটু মায়া রাখো।
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. সুহৃদ প্রভাত১২/৯/২০, ৭:৩৯ PM

    আহা! এভাবে যদি আমাকে কেউ বলত, তাহলে তার জন্য পাগল হয়ে যেতাম।

    উত্তরমুছুন

অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।