মাহবুবা আকতার এর কবিতা

১.
তুমি চেনো তোমাকে?
তোমার মুখ যখন কথা বলে
অথবা তোমার কম্পনহীন আঙুল;
তাদের মধ্যবর্তী দূরত্বে 
গোপন রাখে তোমার যে সত্য,
তুমি চিৎকার করতে পারোনা
বলতে পারোনা— ঘুমন্ত দেহে তোমার জেগে থাকা আত্মা
তোমার মুক্তির কথা বলে...
তুমি বুঝতে পারো—
বিনিময়ের খেলায় তোমাকে আটকে রাখে যে প্রেম,
নষ্ট প্রেমের মিথ্যে সুবাস মেখে তোমাকে জড়িয়ে রাখে যে হাত,
সে প্রেমের গভীরে, সে হাতের রেখায়
তোমার কোনো মুক্তিচিহ্ন নেই।
তবুও তুমি আত্মপ্রবঞ্চনায় প্রতিদিন
সেখানেই গুঁজে রাখো তোমার স্বপ্ন;
হাত শুঁকে নাও নষ্ট প্রেমের ঘ্রাণ...
রাত ফুরিয়ে এলে, ভোর হবার আগে
ঘুমন্ত দেহে তোমার জেগে থাকা আত্মা
তোমার মুক্তির কথা বলে।

২.
কৃষ্ণচূড়ার লালে ক্ষত দেখেছো?
তোমার মুগ্ধ চোখে সুন্দর দেখো কেবল।
সুন্দরকে ছুঁয়ে যে প্রেম আসে
তাকে অবহেলা করে একবার তাকাও—
কোথাও কেউ নেই!
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

  1. সরল—সুন্দর। কবিতার অপেক্ষায় রইলাম।

    উত্তরমুছুন
  2. কী গভীর এই হৃদয়ছোঁয়া অনুভূতি!

    উত্তরমুছুন
  3. হৃদয় নিংড়ানো কথাগুলো সাজিয়েছেন কলমের ছোয়ায়। বেশ ভাল লাগলো।
    ভালবাসা রইলো নিরন্তর।
    You are welcome to visit my post: খুলনার নতুন প্রজন্মের কবি পার্থ সারথী'র বিরহের কবিতা সমগ্র

    উত্তরমুছুন
  4. রায়হান রাজিব২২/৯/২০, ৭:০১ PM

    কবিতাটি পড়ে ভাল লাগল। কিন্তু Red Bangali নামক একজনের উদ্ভট মহাজ্ঞানী ও বিশিষ্ট পরামর্শক টাইপের ওয়েবসাইটের লিংক মার্কেটিং ভাল লাগল না। কি যে এক এক বাঙালির মানসিকতা! ভেবে অবাক হই। একটা ওয়েবসাইট বানাইছে, তাও আবার নানারকম পরামর্শস দিয়া। যেন হ্যাতে মহাজ্ঞানী ও একমাত্র বিশেষ পণ্ডিত। যত্তোসব। এডমিনকে Red Bangali'র কমেন্টগুলো মুছে দেবার আহ্বান জানাই। এই লোক মানুষকে বিভ্রান্ত করার মিশনে নামছে, তারে সুযোগ দেয়ার দরকার নাই।

    উত্তরমুছুন

অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।