বিগত দিন আমি তোমাকে দেখিনি
আমার আকাশে সহসা উঠছে গর্জে অশনি।
তোমার অদর্শনে চারপাশ ঘিরে অঙ্গার,
বল প্রেমী তুমি ছাড়া ব্যক্তিগত কে আমার!
বিগত দিন ছিলে দর্শনের ওপারে
চুঁইয়ে জলের মত হৃদয়ে পৌঁছে একেবারে
আমাকে করেছো তুমি দখলশুন্য অতি চঞ্চল
আমি মরে যাই,হিম হয়ে যাই,শুনে কোলাহল।
পাখির ডাক,পিঁপড়ে ঝাঁক, নদীর বাঁক...
হৃদয় কারাগারে ব্যাকুল অপেক্ষার কাঁটা,
মরিচিকা প্রেমী তুমি আর আমি পিঁপড়ে ঝাঁক
আশা জাগানিয়া অপেক্ষা দীর্ঘ অপেক্ষা!
দর্শনে এসো প্রেমী, তুমি ছাড়া আমি একা।
আরো পড়ুন -->>
2 মন্তব্যসমূহ
Thank you so much
উত্তরমুছুনধন্যবাদ সরখেল,ধন্যবাদ অনুশীলন 🌹🌹🌹🌹
উত্তরমুছুনঅনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।