কবে আসবে সেই সুদিন | আসাদুজ্জামান আরিফ


অনেক স্মৃতি আঁচড় কাটে মনের মাঝে 

কবিতা লেখার কলম টাও প্রসব বেদনায় ছটফট করে 

কিন্তু......... 

আর লেখা হয়না কোন কবিতা। 

গানের সুর গুলো বাজে মনের মাঝে

সেই প্রিয় গান গুলোও আর গাওয়া হয়না গলা ছেড়ে।

এক অসম দিনাতিপাত করছি বদ্ধ ঘরে, 

আসবে কবে সেই সুদিন? 

যেদিন আবার গলা ছেড়ে গান গাইবো?

কবে আসবে সেই দিন?

যেদিন কবিতা গুলো জন্মাবে কলমের কালিতে??

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ