মোকলেছুর রহমানের কবিতা ‘দেখা হয় বায়ুর ঘ্রাণে’


দৃষ্টির বিচ্ছুরিত আলো বহুদিন 
একে অপরকে ছোঁয় না,
যেন অগণিত শতাব্দী।

তবে আমাদের প্রেমালোয় 
সূর্য আলোকিত হয়ে 
রোজ পৃথিবী দেখে যায়-
এতে তো আমরাও রয়ে যাই। 

অতঃপর 
পুরো ঘ্রাণেন্দ্রীয় জুড়ে
তোমার কেশ-তনুর সুবাতাস...

আর দেখা হয় না আমাদের।
তবু বায়ুর ঘ্রাণে যেন, দেখা হয়ে যায়।

আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ