[মহান রুশ লেখক লেভ তলস্তয় (১৮২৮-১৯১০)। পুনরুজ্জীবন, আন্না কারেনিনা, ওয়ার এন্ড পীস, ইউজিন নামের উপন্যাসগুলি তাঁর কালের পৃথিবী ও কৃষক সমাজকে জানতে সহযোগিতা করে। এছাড়াও ছোটদের জন্য তিনি কয়েকটি অপূর্ব সাহিত্য রচনা করেন যা বিশ্বসাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান লাভ করেছে। এখানে পুনমুদ্রিত গল্পটি সেইসবেরই একটি।]
কুল কিনে মা ভেবেছিল খাওয়ার পর ছেলেমেয়েদের দেবে।
কুলগুলো ছিলো ডিশে। ভানিয়া আগে কখনো কুল খায়নি, কেবলি গন্ধ শুঁকতে লাগল। ভারি ভাল লাগল তার। ভারি ইচ্ছে হল খেতে। কেবলি সে কুলের আশেপাশে ঘোরে। ঘরে যখন কেউ নেই তখন সে আর পারলো না, একটা কুল নিয়ে খেল।
খাবার আগে মা গুনে দেখেন একটা কুল নেই। তিনি বাবাকে বললেন সে কথা।
খাবার সময় বাবা বলল, ‘কিরে একটা কুল তোরা কেউ খেয়েছিস নাকি?’
সবাই বলল, ‘না তো।’
ভানিয়াও একেবারে গলদা চিংড়ির মতো লাল হয়ে বলল, ‘না, আমি খাইনি।’
বাবা তখন বলল, তোরা কেউ যদি খেয়ে থাকিস তবে সেটা কিন্তু ভালো হয়নি।
তবে আসল কথা সেটা নয়। সর্বনাশের ব্যাপার এই যে কুলের আঁটি আছে, আর খেতে না জেনে কেউ যদি আঁটি গিলে বসে, তবে পরের দিনই সে মারা যাবে। এইটাই হল ভয়ের কথা।’
ভানিয়া ফ্যাকাশে হয়ে বলল, ‘না না আঁটি আমি জানালা দিয়ে ফেলে দিয়েছিলাম।’
হেসে উঠলো সবাই আর ভানিয়া কেঁদে ফেললো।
আরো পড়ুন -->>
0 মন্তব্যসমূহ
অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।