বাড়িঅলাও আনি দিছে
নয়া একখান চুলা-
নামো বলে তার গ্যাসো
কায় বানায়ছিলো বাহে গ্যাসো
তার কি আছিলনা কোন জ্ঞান
ইগলা কি বাহে কোন কাম।
দুক্কের কথা কি আর কং।
সেদিনকা মুই আইন্দার গেছোং
গ্যাসো দিছোং টিপ
ভলভলেয়া উঠছে আগুন
ভয়োতে উষ্ঠা খাইছু মুই।
ছালচামরা গেইছে উটি
অক্ত পচ্চে ধরধর করি।
কায় বানায়ছে এই অকামের ঢেঁকি।
মাসোতে যায় দুখ্যান গ্যাস
বাড়িআলাও কয়!
এত গ্যাসো কিবা করিস
ভাতো দিসনা টপকরি।
আগ করি কং বাহে তোমারা আন্দেন ভাত।
মোর দ্বারায় না হইবি গ্যাসোত আন্দাবারি।
গরমোতে মুই ছটফটাং
খাড়া হয়া আইন্দার না পাং
কোমরের বিষত নরবার না পাও।
না করো মুই আইন্দর বারোং
চুলাতে মোর আছিল ভাল।
তিনোবেলায় পাতাখড়ি দিয়া আইন্দো।
টেকাও মোর বাছিল ম্যালা
কোমরোত না ধরিল বিষ-
বাড়িঅলাও খুশি হয়া
আনিয়া দিছে গিপট।
আরো পড়ুন -->>
4 মন্তব্যসমূহ
তোমারগুলার কবিতাখান পড়ি মোর খুব ভাল নাকবারনাকচে। বেশ মজাক পাইছং। ধইন্যবাদ।
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনধন্যবাদ
মুছুনখুব ভাল নাগিল৷ তোমারটাই এদন কবিতা আরো শুনবার চাই৷
উত্তরমুছুনঅনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।