সমাজসেবক নই আমি আমজনতা
বড় ডাক্তারবাবু কিংবা ইঞ্জিনিয়ার নই
একজন দরিদ্র কৃষিক আমি
হব কী করে সমাজসেবক?
দিনমজুর আমি
আমার কঠোর শ্রমে
আমার ঝরা ঘামে
তৈরি চাকচিক্যময় শহরের অলিগলিগুলো
রাখিনা তবুও বিন্দুমাত্র ভূমিকা।
হতাম সমাজসেবক,
থাকতাম যদি বড় বিজনেসম্যান
কিংবা
টাকাওয়ালা চাকুরীজীবী।
গার্মেন্টস শ্রমিক আমি
আমার ঘামে তৈরি সব বস্ত্র
কঠোর শ্রমে চলে কলকারখানাগুলো
বুকফুলে করতে পারিনি দাবি
আমি সমাজসেবক!
মানবেতরের মতো পরে থেকে
তৈরি করি আমি রাস্তা, দালানকোঠা, ড্রেন সবই,
আলালের ঘরের দুলাল-দুলালিরা
অসভ্য মূর্খ বলে দেয় গালি
কষ্টগুলো তখন বুকের ভেতর যেন
কাঁথার মধ্যে সুই সুতোর মতো ফোঁড়কাটে!
কলমের খোচায় মারতে পারি না বড় দান
কাঠফাঁটা রোদে বৃষ্টিতে ভিজে
মাঠে ঘাটে দায়িত্বের সাথে করি কাজ
তাই আমি স্টুপিড ছোটলোক
নই সমাজসেবক।
হতাম যদি সরকার কিংবা বড় রাজনৈতিক নেতা,
পারতাম স্বর্ণাক্ষরে নাম লিখাতে।
সি এন জি কিংবা রিক্সাচালক আমি
তাচ্ছিল্য করে সমাজ বলে ছোটলোক
নই বিমানচালক কিংবা আমলা
পেলাম না তাই সম্মান,
সমাজ সেবকের খাতায় তাই-
পারলামনা নাম লিখাতে!
নিচু মানুষ আমি
কি ভাবল সমাজ?
কি উপাধী দিল আমাকে?
কতটা মূল্য দিল আমাকে?
বড় কথা না সেটা!
মানবতার কাটগড়ায় দাঁড়িয়ে
বুকে হাত দিয়ে বলতে পারি
হ্যাঁ ঈমিই প্রকৃত সমাজসেবক
কালো টাকার পাহাড় গড়ি না আমি
করিনা কোন অহঙ্কার
আমি কঠোর শ্রম দিয়ে
অনন্তকাল নিয়োজিত সমাজ সেবায়।
আরো পড়ুন -->>
0 মন্তব্যসমূহ
অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।