--ছোট অদৃশ্য সে
বলিতে চাহে কত কথা,
কে হবে তার নিরব শ্রোতা?
ভাবে সে বসে একা
ব্যক্তিগত কত কথা
পরিবারের কত গাঁথা।
সমাজের কত অচল চলা
নিয়মের হাতে সত্যের ত্যাগ,
রাষ্ট্রের যে হাল সুর-বিপাক
রাষ্ট্রনেতার রাগ-বিরাগ।
কত কিছু ভাবে এ মন
কোন গতিবেগ কেমন সঞ্চালন।
সেই দিকে ছোটে, কতবার-ই
ধরি জাপটে অবাধ্য হোসনে!!
সে কি বোঝে তা
সে তো এই মনটা।
আরো পড়ুন -->>
0 মন্তব্যসমূহ
অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।