গল্পঃ ২৭ বছর পরে | মরিয়ম মেরিনা


সেদিন গোবিন্দভিটায় দু'জনে পাশাপাশি হাঁটতে হাঁটতে “আমার এই দেহখানি তুলে ধর" গাইতে গাইতে যখন নদীর ধারে আসলাম, সেদিন মাথার উপরে আকাশে মস্তবড়ো একটা চাঁদ ছিল।চাঁদের আলোয় আমাদের ছায়া পানিতে স্পষ্ট। দু'জনে গান থামিয়ে ছায়া দেখতে ব্যস্ত। বাতাসের হালকা ঢেউয়ে, ছায়া যেন মৃদু দুলছে।হঠাৎ তুমি আমার হাত ধরে বললে, “জানো, হেম, চাঁদের এই অপরুপ চিত্র আর তোমার মাধুর্য দু'টোর সংমিশ্রণে তোমার মধ্যে যে সৌন্দর্য সৃষ্টি হয়েছে,তা আগে কখনো দেখিনি আমি। মনে হয় একেই বলে বড়োই সৌন্দর্য।"
বিশ্বাস কর, এতবড় কথাটি কেউ বলেনি কখনো আমাকে।

আর সেদিনই তুমি আমাকে প্রথম "হেম" বলে ডেকেছিলে।
২৭ বছর পরে তোমায় ভীষণ মনে পরে...
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. মামুন মোল্লা১৪/৭/২১, ১১:০৫ AM

    এইটা কুন গল্প হইল? সম্পাদক কি শিক্ষিত, তার ইডা কেমন বিবেচনা? লেখিকা কি তার ডারলিং হয় নাকি? যা তা লেখবে, আর তাই ছাপাইবো?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ, এটা একটা গল্প। আপনার ভালো না লাগতেই পারে। তাই বলে আপনি এরকম আক্রমণাত্বক মন্তব্য করতে পারেন না। সমালোচনা করতে চাইলে গঠনমূলক সমালোচনা করুন।

      মুছুন
  2. মামুন মোল্লা, পারসোনাল এটাক করাটা আপনার উচিত হয়নি।

    উত্তরমুছুন

অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।