ত্বকী | দীপক রায়ের কবিতা


গঞ্জের নদী থেকে ভেসে ভেসে আসে
ভাসাভাসা নয় তা, ভেসে ভেসে আসে
স্পষ্ট বারুদ,
জীবনের ।
দূর বহুদূর
সুর,
বেসুরো সুর, এ পাড়ায় নয় শুধু
হাজারো তটে তল্লাটে তল্লাটে
বালুচর হুঙ্কারে
কান্না,
প্রতিবাদ ভালোবাসায়।
কার সন্তানরে তুই?
কই যাস চলে, লাপাত্তা!
কাহার সন্তান?
কার রে?
আমার।
ত্বকী আমার সন্তান।
কাঁদিস না তো!
গঞ্জ কাঁদবি না আর
আমরা পাহারা দিব।
আর একটাও বস্তা না
ভাসবে না সুর
এমাথা ওমাথা- দূর-বহুদূর।
বহুদূর
দূরে,
উজ্জয়নী নগরে প্রদীপ হাতে মা দাঁড়িয়ে-
মা, মাগো; মা।
সংকল্প
জীবন অথবা মৃত্যু
বিশ্বাস
নৈতিকতা
হত্যা
নয়;
আগলে রাখা ভালোবাসা।
ত্বকী আরো বলে,
বলে- ওই তো আমাদের বাড়ির
বকাসুর
লোকাসুর
মহীষাসুর!
উৎসর্গ : ত্বকীর বাবা রফিউর রাব্বি এবং প্রতিবাদী পিতাদের, সন্তানদের।
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ