নারী-পুরুষ কল্যাণ কেন্দ্রে | দীপক রায়ের গল্প


শীতলক্ষ্যা চেনেন? 
চিনি। একটা নদীর নাম। কেন বলুন তো? কি হয়েছে?

এই করোনার কড়া লকডাউনের  মধ্যেও সেখানে সেজান জুসে...

আগুন লাগার কথা বলতে চাচ্ছেন!

হ্যা। 

কি হয়েছে তাতে?

৫০ জনের মৃত্যু! 

তারপর? বলেন। চুপ করে গেলেন যে!

না কিছু বলব না। ঠিক আছে!

শোনেন- মরা মানুষের হিসাব কষে কি করবেন?
বরং জীবিত যারা আছে তাদের কাছে যান।
ওদের উদ্ধার করেন। দেশে সবার হালই খারাপ। 

আপনি, চলুন, আমরা এক বিষয়ে থাকি।আরেক জায়গায় না ঢুকি।

এক বিষয়ে থেকে কি লাভ?

একটা একটা তো আগে শেষ করতে হবে!

কি শেষ করবেন! কয়টা শেষ করবেন? সমস্যার গোড়া কোথায় জানেন?

কি বলেন? দেখাই তো যাচ্ছে। আগুন আর আগুন। নেভান তাড়াতাড়ি। মানুষগুলারে বাঁচান। সাহায্য দেন।

কারা সাহায্য দেবে? কতটুকু দেবে?

লোকজনকে আগে বাঁচাতে হবে।

এরপর বলবেন বিচার করেন! তাই না? হুম। তবু মূলে, সমস্ত বিষয়টা নিয়ে ভাবেন। আগে ভালোমতো ভাবতে পারতে হবে।

ভাবছি তো। ভেবেই তো এসে পড়েছি। দেখেন মানুষের কোনো দাম নাই!

হাহাহাহা!

হাসেন কেন?

রাষ্ট্র বোঝেন?

বুঝি না! বোঝার সময় নাই। আগুন লাগলে মাথায় আগুন লেগে যায়।

মাথা ঠান্ডা রাখা লাগবে। তাহলে আগুন বুঝতে পারবেন।  নইলে পারবেন না।

চলেন শীতলক্ষ্যায় যাই।

না। সময় নাই। আর সেখানে কেন? গিয়া কি হবে? মাথা ভেজাবেন! আচ্ছা, আপনার নাম যেন কি, কই বাড়ি! আরো কয়েকবার আপনি 'নারী-পুরুষ কল্যাণে' এসছিলেন!

আপনি প্রসঙ্গে থাকেন। আমি এভাবে জিজ্ঞেস করি নাই আপনাকে-- আপনার ঘর বারবার ভাঙ্গে কেন্? নাম ভুলে গেছেন, সেটা হতে পারে। তবে আমি জরিনা হই, ইরিনা, ললিতা হই-- নামে কি আসে!

শোনেন- এই যে কী সুন্দর বর্ষা হচ্ছে, 
বৃষ্টি ঝুমঝুম। ঘরে বসে পুরানো দিনের গান শোনেন! যজ্ঞের হোমে গিয়ে লাভ নাই। যারা মরছে। তাদের হাস তে বলেন, তারা শান্তি পাবে। জীবন্মৃতদের দুঃখ দেখে আমার তেমন কোনো আফসোস নাই। ওরা তো মরেই যেত, মানুষ মরণশীল! আমাদের চারধারে অসুবিধা কি! চারপাশে তেমন কি সমস্যা আছে প্রবল, বলুন? আর পৃথিবীর কোথায় সমস্যা নাই। ফলে এ প্রসঙ্গে আমার জবাবও নাই। আমার আপাতত দুখ নাই কোনো। তাই বেশি বেশি হাসুন। শরীর ভালো রাখুন। আমরা সবাই হাসি না। 'হাসি নাই' আমাদের বৈশিষ্ট হয়ে থাকুক এটা চলছে। এমন লকডাউন চলবে! করোনাতো সবাইকে কাবু করতে পারে নাই। তাই হাসুন! স্বাস্থ্য ভালো রাখার অন্যতম মহৌষধ!

আজেবাজে বকতেছেন?

নাতো! তাহলে আমার কাছে আগুন লাগার কারণ জেনে কি করবেন?
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. মামুন মোল্লা১৪/৭/২১, ১১:০৮ AM

    এইটা কুন জাতীয় গল্প হইল? সম্পাদকের সাথে লেখকের কি কোন সম্পর্ক আছেনি। যাই লেখবে, তাই ছাপাবে? যেমন মুর্খ লেখক, তেমন বলদ সম্পাদক।

    উত্তরমুছুন

অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।