মামুনুর রশিদের কবিতা


বিষাদ পারাবার


ঢেউ আসিতেছে নিয়ে, শুধু জলরাশি-
খুঁজি তরী খানি মোর, অকুল সাগরে-
ডুবিছে অতলে নাকি, ভেঙ্গেছে ঝড়ে।
আসিবে না নিতে মোরে, সদা জলে ভাসি-
 নিরাশা শঙ্কা মোর কাটে দিবা নিশি,
পারাবার মাঝে রই, অতল গভীরে 
তরী বিনে চিরকাল রইব সাতারে।
সুদূর ঢেউয়ে আখি বেহুলা অতসী।।

বিষাদ সাগরে বাস কিসে ভয় বিষে,
সখ্য হয়েছে ঢেউয়ে মিতালী সলিলে-
তরী পানে চাহি না'ক, পরম পড়শি-
যবে ডাকে দিই সাড়া, লোনা জলে মিশে,
ছাড়ি দুরাশা সুখেরে, ভিড়ি না'ক কূলে 
জোয়ারে ভাসি মিলিতে, তব টানে শশী।।

আহবান


ছিন্ন কর হে প্রিয় তব মোহ ক্ষণ
 আর শত লালসার বেড়াজাল,
ভুলিবে  ছিল যত হৃদয় পীড়ন
দেখিবে আপনা হৃদয় কী সুবিশাল।।

ঢাকিয়া হৃদয় পেতে স্রষ্টার দর্শন
পুজা  শত মন্দিরে নত শির কাবায়,
মিছে অর্থ দন্ড তোমার বৃথা ভ্রমণ
স্রষ্টা বিমুখ সদা হৃদ সংকীর্ণতায়।।

আলেয়ার ছলনে ভুলি চিরকাল
শুধু ক্লান্তি আরোহনে ভ্রান্ত রথে,
বুঝিতে মানুষ সব স্বৈরিণী চন্ডাল
হৃদয় ধর্ম সতত,এসো শান্তির  পথে।
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ