মা, সে তো এক মহান ব্যক্তিত্ব
সন্তানের জীবনে রয়েছে যার অনেক কৃতিত্ব৷
সন্তানের সুখী জীবন কামনায় রয় যার মন
শত দোষের পরও ক্ষমা দিয়ে করে নেয় যে আপন৷
সন্তানের জন্য করে অনেক ত্যাগ -তিতিক্ষা
জীবনের প্রতিটি মুহূর্তে তাকে দেয় কিছু শিক্ষা৷
রাত জেগে করে যে সেবা অসুখ হলে সন্তানের
কমতি রাখে না কখনো ভালবাসা আর আদরের৷
মাঝে মধ্যে মার দেয় সন্তানের ভালোর জন্যে
সন্তানের কষ্ট দেখে ব্যথিত হয়ে কাঁদে আপন মনে৷
সন্তানের সাফল্যে হয় অনেক খুশি
নামাজ পড়ে দোয়া করে অনেক বেশি৷
তার ভালো ভবিষ্যৎ গড়তে করে কঠোর পরিশ্রম
বড় হয়ে সেই সন্তানই উপহার হিসেবে মাকে দেয় বৃদ্ধাশ্রম।
আরো পড়ুন -->>
0 মন্তব্যসমূহ
অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।