ফেরদৌস হৃদয়ের কবিতা ‘দৃশ্যরা অধিকৃত’


মোদ্দাকথা, দুপুরের আবর্তে তালাবন্দি—ঐ অসংযত চিল।পৃথিবীর বাইরে থেকে ক্রমাগত জুম করে দ্যাখো যদি কর্কটক্রান্তির এই লোকেশন—ঘূর্ণমান টাওয়ারের কাঁধে ভ্রমণরত পর্যটক ঐ চিল—অথচ, এইখানে, উঁচু টাওয়ারটার উপর —আমি দেখি তাকে অস্থির, ব্যতিব্যস্ত ঠোঁটে উড়াইতেছে বিচ্ছুরিত ও চূর্ণিত শব্দ যেসব কম্পমান আর বৃত্তাকারে ঘুরে ঘুরে দিতেছে অস্পষ্ট অর্থের স্পার্ক এবং অবশেষে স্থিত হতেছে আমার বোধের তলানিতে এসে। চারপাশে অনন্ত প্রসারিত একদানা চিনির ভেতরকার ধূধূ স্বচ্ছতায় —আকনাদির লতাগুলো হয়ে আছে টানটান— জিরাফের বিবর্ধিত গলাকে ফলো করে।আর টাওয়ারের ছায়ায় ভবঘুরে কবরেরা যেন ঘুমিয়ে পড়া কচ্ছপ এবং একনাগাড়ে ঝিঁঝিদের পাখনার তান্ত্রিকতা—জমায়েত করছে নীরবতার অথই ক্ল্যাপস—এবং একটা অপ্রতিরোধ্য কেন্দ্রাভিমুখি টানের ঘোরে হন্য হয়ে খুঁজতেছি সুরঙ্গের মুখ —ঢুকে যেতে ঝিঁঝিদের ঝোপে।
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ