এম নাজমুল হুসাইন মাহমুদের কবিতা ‘প্রতীক্ষিত প্রতীক্ষা’


বহুকাল ধরে ছুটেছি কেবল
যে দিকে চায় দেখি বদ্ধ আধার
বুকের ভেতরে নড়েচড়ে বসে
রং তুলির এক নতুন চিত্রপট
কড়া নাড়ে নতুনের বিজয় কেতন
আর দুর্নিবার শিহরণের হাতছানি
বৃষ্টি আর জলের প্রতীক্ষায়
দিশেহারা প্রতীক্ষিত চাতকের দল
বদ্ধ খাঁচায় ছটফট করে কতিপয় অস্থির পাখি
প্রতীক্ষায় গোণে প্রহর একটুখানি মুক্তির..
বহুকাল ধরে ছুটে চলা নিরবধি
চারদিক থেকে ধেয়ে আসে লৌহ শৃংখল
প্রকৃতির জঠরে হোক শান্তির বাসর ঘর
বৃক্ষ হোক জীবনের উন্মীলিত সত্তা নয়নাভিরাম
বহুকাল ধরে ছুটেছি কেবল
যে দিকে যাই শুধু যন্ত্রনা অপার!
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ