অনেক আশা হয়ে যায় নিরাশা
দুঃখগুলোই হয় স্থায়ী বাসা কারণ
আমরা মধ্যবিত্ত।
নিজেদের সুখ গুলো বিসর্জন দেই
আরেক টুকরো সুখের জন্য কারণ
আমরা মধ্যবিত্ত।
স্বপ্ন দেখি কত? চোখের কোনেই থেকে যায়
করতে পারিনা বাস্তবের মত কারণ
আমরা মধ্যবিত্ত।
সুখের আলো শুধু জানালার ফাকে দিয়ে উকি দেয়
কিন্তু বাস্তবে দেখা হয়না কিছুই কারণ
আমরা মধ্যবিত্ত।
স্বপ্নগুলো এবার দেবে পাড়ি চাঁদে
কিন্তু কিভাবে? তাতো দুঃখের কাঁধে কারণ আমরা মধ্যবিত্ত।
একদিন করবো বাড়ি, করবো গাড়ি
আর এ না! হতে হবে সংসারী কারণ
আমরা মধ্যবিত্ত।
বিষয়গুলো সারাজীবন রয়ে যায় ঝাপসা
আধো আলো আধো কালো কারণ
আমরা মধ্যবিত্ত।
আরো পড়ুন -->>
0 মন্তব্যসমূহ
অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।