খাল কেঁটে আনা হল দো-আঁশ কুমীর
এবার জমবে খেলা, রক্ত হোলি
পথে পথে ঘর, ঘরে কলরব হুুক্কাহুুয়া
সিঁদকাটা শেয়ালের ডাকাতচুরি
তরতাজা জ্যান্ত মানুষ
মানুষের ঘড়ি।
কাঁচা থেকে সবুজ হবে শর্ষেফুল জন্ডিস
আগ্রাসী আকাল থাবা কার্তিকে হিসাবি বেশ।
লাদেন নৃত্যে ধংসের বীজ, খুঁড়ছে জমি
ক্ষুধার রাজ্যে কুমিরের পেট, সুপেয় সুপে
জর্দ্দাপান ভূমি।
বোরখার আড়ালে খ্যামটা নাচ, নর্তকী হনুমান
আহলাদে আটখানা বাংলা-
এসো গান গাই, সাম্যের গান।।
আরো পড়ুন -->>
5 মন্তব্যসমূহ
কি সুন্দুর মজার কবিতা! কবিতাখানি পড়েই আমার খ্যামটা নাচতে ইচ্ছা করতেছে।এত সুন্দর একখান কবিতা উপহার দেয়ার জন্য কবিকে ধন্যযোগ।
উত্তরমুছুনআপনার সুচিন্তিত মতামত আমার আগামী পথ চলার সহায়ক হবে।
মুছুনধন্যবাদ আপনাকে।
আপনার সুচিন্তিত মতামত আমার আগামী পথ চলার সহায়ক হবে।
মুছুনধন্যবাদ আপনাকে।
কী সত্যি কথা কবি আপনার। এই জন্য তো বলে কবিরা হচ্ছে ভবিষ্যৎদ্রষ্টা। এই যে এই লাইন কয়টাা কথা বলছিলাম।
উত্তরমুছুনবোরখার আড়ালে খ্যামটা নাচ, নর্তকী হনুমান
আহলাদে আটখানা বাংলা-
এসো গান গাই, সাম্যের গান।।
কী নির্মম বাস্তবতার অনুভূতি এখানে প্রতিফলিত হয়েছে, তা যদি সবাই বুঝতো তাহলে তো দেশটা অন্যরকম হয়ে যেত, তাই না কবিসাহেব?
আপনার সুচিন্তিত মতামত আমাকে কবিতা লিখতে অনুপ্রানিত করবে ও নতুন নতুন শব্দের আবিষ্কারক হতে পারি। কবিতা লিখতে পারি।আপনার সহযোগিতা আমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠার সহায়ক হবে।
উত্তরমুছুনধন্যবাদ আপনাকে।
অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।