ব্যস্ততার মৃত্যু ৷ মারজানা আক্তার


আমি নিলে মত্ত

ব্যস্ততা আর আমাকে বলোনা
তুমি এখনো থেমে
নির্জনে পথিক
ও বেলায় আমার কন্ঠে চেঁচিয়ে  উঠা চিৎকার 
আর আহাজারি করিনা 
নিস্তব্ধ আমার শ্বাস
শুষ্ক কন্ঠে ফুঁপিয়ে উঠা তোমার কান্নার
আওয়াজ আমার অভাব জানান দেয়
কি অসহায় 
হঠাৎ হাহাকার করি
এবেলায় আমার আর্তনাদ কেউ শুনতে পায় না।
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ