অতপর চলে গেলে ৷ হাসান পলাশ

অথচ একবারে ও চেয়ে দেখলেনা
রোদেলা দুপুরে ঘর্মাক্ত শরীরে 
অপেক্ষায় থাকা প্রেমাসক্ত মানুষটির দিকে।
ইদানিং বড় অভিমানী হয়েছো তুমি
নাকি অহংকারের মালা পড়েছো গলায়।
বিশ্বজুড়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থাকলেও
প্রেমাসক্ত নিরাময় কেন্দ্র তোমার হৃদয় কুঠিরে।
শুভ সকাল কন্ঠে ভাঙ্গানো ঘুম
সময়ে অসময়ে অভিমান ভাঙানো
কখনও বৈকালিক ভালবাসার হস্ত ছোঁয়া
এইতো সেদিনের ই স্মৃতি।
অথচ একটুবার চেয়ে দেখলেনা
বিষন্ন পরাজয়ের ভালবাসার মুখ।
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. শঙ্কর রায়১৯/৯/২০, ১১:৩৪ AM

    সুন্দর কবিতা। এত উন্নতমানের কবিতা খুব কম মানুষ লিখতে পারে। আপনার কাছ থেকে আরও এরকম কবিতা পড়তে চাই।

    উত্তরমুছুন
  2. পলাশ তোমার লেখা পড়লাম ভাল লাগল,হৃদয় কুঠুরি তে।।

    উত্তরমুছুন

অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।