নিশিতা আক্তারের কবিতা ‘অপেক্ষা’


আর হবেনা দেখা
আমার হাসনা হেনা ফুল
তোমার ঘুম ভাঙবে না
আমার রৌদ্রতপ্ত তনু
তোমার ছায়া যাকবেনা
       হে প্রিয় আমার
না গোধুলি না প্রভাতে
আর দেখা হবেনা
তবুও পিছুটান থাকবে আজীবন
তুমি ডাকলে আমার ঘুম ভাঙবে
নতুন সকাল হবে আমার 
রোজ রোজ প্রতিক্ষন
অলস দুপুরে আর বটতলায় বসে থাকবোনা
তোমার জন্য
নুতন করে কবিতা লিখবো না
রাত জেগে,নাইবা পড়লাম চোখে
তোমার দেয়া কাজল
       বিদায়
হবেনা দেখা আর।
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ