অমর কবিতার তরে


আল-আমিন সরকার
প্রভাষক, ইংরেজি বিভাগ
কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ

সৌম্যকান্তি কোন এক দিব্যপুরুষ
কোন এক মহাক্ষণে 
          দিয়ে যেত যদি রাশি রাশি অমর কবিতা
লুফে নিতাম সেগুলো ফেলে দিয়ে হাতের কাছে থাকা
            অধরা সবিতা।।

অমর একখানা কবিতার জন্য/
জগৎ-সংসার তন্ন তন্ন করে
খুঁজে ফিরতাম এক একটি উপমা/
কবিতার দেহকে গড়ে তুলতাম অনিন্দ্য-তিলোত্তমা।।

সোনায় মোড়া হতো যদি হিমালয় পর্বতখানি
অমর এক কবিতার চেয়ে উহা বেশি দামি তা ন মানি। 
হতাম যদি মালিক মিটিমিটি তারকারাজির/
নিমিষেই ত্যাগিতাম সেগুলো পারলে করতে সৃজন অমর কবিতা একখানির।।

সাতসাগর থাকত যদি স্বর্ণেভরা/
অপরূপ এক কবিতার তরে দিয়ে দিতাম বিনিময় ছাড়া।।

নাই চাই কিছু হলে কবি জনতার/
নাম মোর থেকে যাক লোক আমি কবিতার।।
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. বাবর সুরুজ১/১০/২১, ১২:৫৫ AM

    সাব্বাস৷ সুন্দর ও রসগোল্লার মতো মিস্টি, সুস্বাদু ও রসালো কবিতা৷ জীবনে আর কি চাই৷ এমন নান্দনিক কবিতা পড়তে পাড়াটাও এক সৌভাগ্যের ব্যাপার৷ ধন্যবাদ কবিবর৷ তব চেতনায় আমি বিকশিত হইলাম৷

    উত্তরমুছুন
  2. প্রজ্ঞাবান মানুষের চিন্তা মর্মদায়ী হবে এটাই তো স্বাভাবিক। হে কবি তব চিন্তাব্রহ্ম আমাদিগকে আপ্লুত করিল। বিমুগ্ধ বিস্ময়ে দিগন্তবিস্তারি নয়নে আন্দোলিত হইলাম। আস্বাদন করিলাম এক অভূতপূর্ব চতুরঙ্গবিলাসী কাব্যসুধা। অনন্তকাল আপনি সৌভ্রাতৃত্বের সুখানসনে আলোড়িত থাকুন এই প্রত্যাশার আকাঙ্ক্ষা করি।

    উত্তরমুছুন

অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।