বঙ্গবন্ধু শেখ মুজিব || মোছাঃ জান্নাতুন ফেরদৌস জুঁই


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তুমি
দেখেনি তোমায় শুনেছি তোমার কাহিনি
একাত্তরের নায়ক তুমি লেখা হলো  তোমায় নিয়ে যত কাহিনি
সর্বকালের সর্বশ্রেষ্ঠ  বাঙালি  তুমি
মৃত্যুর পরেও মানুষ তোমায় করছে স্মরণ জানি
সকল কবিতার মুক্তমণি হয়ে আছো তুমি
তাইতো লেখকরা লেখে তোমার নামে হাজার কাব্য খানি
বাংলাদেশের সব কাব্যতে লেখা থাকবে তোমার নাম খানি
স্বর্ণা অক্ষরে খোদাই করলেও সোধ হবেনা  তোমার ঋণ  খানি

শ্রেণী :একাদশ
বিভাগ :মানবিক
কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ