(উৎসর্গ: তরঙ্গ)
অচ্ছুৎ আবেগী আমি
অধম তোমার প্রেমে,
অধিমূল্য তোমার মনে
অল্পতে যাব কী জমে?
অনভ্যস্থ কিছু কাজে
অনীস্পিত হয়েছি সিদ্ধ হস্ত,
অনিবার্য পাওনা তোমায়
অধৈর্য হৃদয় করেছি ব্যস্ত৷
অনন্যা তুমি শুনছো না নাকি
অনুনাদ প্রতিটি স্পন্দনে?
অনুগামী আমি তোমার পিছে
অসম কিছু আশার টানে৷
অযথা কিছু স্বপ্নকে আমি
অভূক্ত রেখেছি বুক পকেটে,
অভিষিক্ত হয়ে আমার রাজ্যে
অপ্সরী তুমি আসবে কি ছুটে?
রচনাকাল- ০৯-০৮-২০১৫
আরো পড়ুন -->>
0 মন্তব্যসমূহ
অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।