ধৈর্যের ফল যে সুমিষ্ট হয়
আজন্ম শুনে-শুনে বধিরতায় উপনীত---
আজ অবধি জনাব সুমিষ্ট সাহেবের
সাথে মোলাকাৎ হল না!
হল না সুউচ্চ আরোহন।
ভদ্রোচিত অব্যক্ত সত্যরা
লাঞ্ছিত হয়, নিপীড়িত হয়।
উপরন্তু মিথ্যার সহস্র প্রকাশে
অপ্রকাশিত সত্য- মিথ্যেয় উপনীত,
জ্বলজ্বলে মিথ্যে সাহেব দেদীপ্যমান
অতঃপর হতভাগা তুমি মিথ্যের দাপটে
মন থেকে মাটিতে মিশে যাও।
ধৈর্যের বাঁধ ভেঙে বলে উঠি
সত্য তুই কবে পিছু ছাড়বি,
কবে তুই নড়েচড়ে উঠবি,
কবে তুই চালাক-চতুর,
ক্ষুরধার হবি!
আরো পড়ুন -->>
0 মন্তব্যসমূহ
অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।