মেয়েটার হাতে কদম ফুল তেরটা। সে একটি কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে ছিলো।
মিষ্টি বাতাস।
মেয়েটার চুল উড়ছে। শাড়ির আঁচল উড়ছে।
সবার মাইকেলের কবিতা মুখস্ত।
জন্ম যদি বঙ্গে তব
তিষ্ঠ ক্ষণকাল।
সবাই থমকে দেখে যাচ্ছে তাকে।
মেয়েটার দাঁড়িয়ে থাকতে থাকতে দুপুর হলো। দুপুর বিকেল। বিকেল সন্ধ্যা। সন্ধ্যা রাত্রি।
তরুণ ছেলেটা এলো পরের দিন সকালে। দেখে, গাছের নিচে কমদ পড়ে আছে। কদম ফুলের উপর দুটি পায়ের ছাপ। ছাপ দেখেই চিনতে পারলো, এ কার পায়ের ছাপ। খুব যত্ন করে মোবাইল বের করে ছবি তুলল সে। হ্যাঁ, স্পষ্ট বোঝা যাচ্ছে পায়ের ছাপটা।
পায়ের ছাপের বাধানো ছবিটা এখন ছেলেটার ঘরের দেয়ালে শোভা পাচ্ছে।
আরো পড়ুন -->>
0 মন্তব্যসমূহ
অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।