কবিতা হোক জাগরণের হাতিয়ার — মিনহাজ আহমেদ মুকুল


কবিতারা আসুক ফিরে ভলগা থেকে গঙ্গা তীরে--
স্রোতস্বিনী হয়ে আসুক শব্দরা সব ধেয়ে
ক্ষয়িষ্ণু এই সমাজের সব মরা নদী বেয়ে,
জাগি আমি নিশিদিন ওই নিপীড়িত লোকের ভিড়ে,

প্লাবিত হোক অক্ষরেরা নব নব শব্দ চিড়ে --
দূর হোক যত কপটতা সকল পর্ব জুড়ে
শ্বাসাঘাতে অনিয়মের  বেড়ি ভাঙা সুরে, 
অহংনাশী বদ্ধাক্ষরের সরল- জটিল অঙ্ক ঘিরে। 

কবিতারা ফিরেফিরে দেখা দিক মোর সুপ্ত পটে--
দূর হয়ে যাক কুসংস্কার অন্ধধারা যত
দুরিভুতো হোক জীবনে মনেরকালি ক্ষত,
রসময় হোক পূর্ণ জীবন অধরা এই দৃপ্ত ঘটে। 

কবিতারা আসুক ফিরে হয়ে যে গান শিকল ভাঙার
সুরে স্বরে  অটুট বাঁধন আনুক নব ধারা
কথার মালায় ভাসাও তরী জাগুক সর্বহারা,
মিলনসেতু বাঁধুক আজি জাগরণের হোক হাতিয়ার
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

5 মন্তব্যসমূহ

  1. রোমেনা খাতুন৮/৭/২১, ৩:৪২ PM

    যার নাই কোন গতি, সেই করে কবিগিরি- মুরুব্বীরা এ্মনিই এই কথা কয় নাই। এই কবিতাগুলো এই অপৎকৃষ্ট উদাহরণের শ্রেষ্ঠ নিদর্শণ। সম্পাদকের কি সাধারণ শিক্ষাও নাই, এইসব অখাদ্যকে কবিতা হিসেবে প্রকাশ করে? যত্তোসব

    উত্তরমুছুন
  2. এটা কবিতা? কবিতা কি ফাজলামি করার জিনিশ?

    উত্তরমুছুন
  3. নয়ন আহম্মেদ৮/৭/২১, ৩:৪৭ PM

    এগলা যদি কবিতা কই
    তোর নানীর পুটকী সই

    উত্তরমুছুন
  4. মোহাম্মদ রফিকুল আলম সরকার৯/৭/২১, ২:৪৫ AM

    সম্পাদকের মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে দেও সবাই৷ কী শুরু করেছে এসব?
    যত্তসব আজেবাজে লেখা প্রকাশ৷
    সময়, মেগা, মন সব নষ্ট হয়ে গেল৷

    উত্তরমুছুন
  5. শামসুল ইসলাম১২/৫/২২, ২:০৯ PM

    হায়রে আমার কবিতারে! মুকুল কতদিন তোক বলছি তুই এগলা কবিতামারানি বাদ দে৷ তোকে দিয়ে এসপ হবে না৷ তবু তোক কবি হওয়ায় লাগবে? কী দরকার তোর এই বুড়াতি বয়সে এগলা করার? তুই তাহে পাবু মারবার? খালি সময় নষ্ট৷ তার চে তুই গানবাজনা কর তোর জন্যে ওগলায় ঠিক আছে৷ কিছু মনে করিস না মুকুল৷ বড় ভাই হিসাবে কয়টা কথা কইললাম৷

    উত্তরমুছুন

অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।